শহিদুল ইসলামঃ জমজমাট আয়োজনে শেষ হয়েছে শীর্ষ স্থানীয় টাঙ্গাইলের, নাগরপুর উপজেলার ডাঃএম. এ. রেজা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৩ এবং অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রয়ারী শনিবার ডাঃএম. এ. রেজা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রেজভী ( জুয়েল) এর সভাপতিত্বে, বিদ্যালয়ের শিক্ষক আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলায়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর ও দেলদুয়ার (টাঙ্গাইল ৬) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।