নাগরপুরে ইউপি উপনির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী

0
102

শহিদুল ইসলাম,নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত একটানা ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস চেয়ারম্যান মারা যাওয়ার পর আসনটি শুন্য হয়। তারই ধারাবাহিকতায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এ উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. রিয়াজ উদ্দিন তালুকদার ৩৯৯৬ ভোট পেয়েছেন, ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিসেস রাশেদা কুদ্দুস ২৬১ ভোট পেয়েছেন, টেবিল ফ্যান প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইকবাল কবির পেয়েছেন ২১৩৭ ভোট,ইসলামি হাতপাখা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. সালাহ উদ্দিন পেয়েছেন ৪৫৪ ভোট,
চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন (রাজ্জাক) পেয়েছেন ১১১৬ ভোট, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ৫৯৬৯ ভোট।

১৯৭৩ ভোটের বিশাল ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।
উল্লেখ্য, ১০ টি কেন্দ্রে মোট ২৫৫৮৭ জন ভোটারের মধ্যে ১৪০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here