Homeজাতীয়নাগরপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত

নাগরপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত

শহিদুল ইসলামঃ প্রাচীন বাংলার গ্রামীণ জনপদের অন্যতম বিনোদন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রাতযোগিতা নাগরপুর উপজেলার পানান গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ জানুয়ারি বিকেলে এলাকার স্থানীয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে ২৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় । কদমে ৩টি রাউন্ড ও দাপটে ৩টি রাউন্ড এরপর চাম্পিয়ন রাউন্ড অনুষ্ঠিত হয়।চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়। ২য় স্থান অধিকারীদের মোবাইল ফোন উপহার দেওয়া হয়।এছাড়াও অংশ গ্রহণ কারী সকলকেই পুরস্কার দেওয়া হয়।

এলাকায় এমন বিনোদনমূলক ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ প্রায় হাজারও দর্শনার্থী উপস্থিত হয়। স্থানীয় ইউপি সদস্য মো.নুর আলম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুস সামাদ দুলাল এছাড়াও উপস্থিত ছিলেন,স্থানীয় সমাজ সেবক বুলবুল আহমেদ (ছোটো দুলাল)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular