শহিদুল ইসলামঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাওলানা ভাসানী মডেল স্কুল বনগ্রাম এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪ফেব্রয়ারী মঙ্গলবার সকালে মাওলানা ভাসানী মডেল স্কুলের আয়োজনে ডা.রেজা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে,ফুড পার্ক হোটেলের প্রতিষ্ঠাতা জাকারিয়া কালাম এর সঞ্চালনায় স্কুলের হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলায়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত ও খুশি হয়েছি।
আমি বলতে চাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের তার নিজ শিশুর যত্ন দায়িত্ব নিতে হবে। তাহলে আপনার শিশু আগামী দিনে মানুষের মতো মানুষ হতে পারবে। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিস্টার পরিবহন শাখার মোহাম্মদ জসিম উদ্দিন,আপন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ও সাংবাদিক আফতাব উদ্দিন আপন, বনগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান এবং মাওলানা ভাসানী মডেল স্কুলের প্রধান শিক্ষক নবীনূর রহমান, উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিশেষ অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।