Homeঅপরাধপানান বাজারে কাপড়ের দোকানে নগদ টাকা সহ শাড়ী লুঙ্গি চুরি

পানান বাজারে কাপড়ের দোকানে নগদ টাকা সহ শাড়ী লুঙ্গি চুরি

নিজস্ব প্রতিবেদকঃ নাগরপুর উপজেলার পানান বাজারে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও উপজেলার মামুদনগর ইউনিয়ন এর গোপালপুর গ্রামে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল রবিবার রাতে পানান বাজারে চুরির ঘটনা ঘটেছে, প্রায় ১,৭৫,০০০/ টাকার মালামাল রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও গোপালপুর গ্রামের মজিবরের বাড়িতে স্বর্ন ও কাপড় ও নগদ ৫০,০০০/ হাজার টাকা সহ প্রায় ৩০০,০০০/ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে। দোকানের মালিক সোনামিয়া বলেন, আমার দোকান থেকে প্রায় পৌনে দুই লক্ষ টাকার শাড়ি ও লুঙ্গি চুরি হয়েছে। আমার এই মুহূর্তে বলার কোনো ভাষা নেই আমার গলা শুকিয়ে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular