নিজস্ব প্রতিবেদকঃ নাগরপুর উপজেলার পানান বাজারে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও উপজেলার মামুদনগর ইউনিয়ন এর গোপালপুর গ্রামে চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার রাতে পানান বাজারে চুরির ঘটনা ঘটেছে, প্রায় ১,৭৫,০০০/ টাকার মালামাল রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও গোপালপুর গ্রামের মজিবরের বাড়িতে স্বর্ন ও কাপড় ও নগদ ৫০,০০০/ হাজার টাকা সহ প্রায় ৩০০,০০০/ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে। দোকানের মালিক সোনামিয়া বলেন, আমার দোকান থেকে প্রায় পৌনে দুই লক্ষ টাকার শাড়ি ও লুঙ্গি চুরি হয়েছে। আমার এই মুহূর্তে বলার কোনো ভাষা নেই আমার গলা শুকিয়ে যাচ্ছে।