Homeজাতীয়সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রেজা ই রাকিব

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রেজা ই রাকিব

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) ১৩৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৯ই ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর তার নিজ বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের পেশাদার আইনজীবী।

তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক। এছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। এ সময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার, দৌলতপুর, ঘিওর, মানিকগঞ্জ, চৌহালী, সিরাজগঞ্জের সাংবাদিকবৃন্দ। এ সময় ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি নাগরপুর-দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টাঙ্গাইল-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী।

আমার জন্মস্থানের মানুষদের জন্য কাজ করে যেতে চাই। নাগরপুরের মানুষের পাশে থাকতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। আমারা সকলে একসাথে থাকলে, আমাদের অনেক সমস্যা ও অসুবিধা দূর করা সম্ভব। মতবিনিময় শেষে সকলে একসাথে দুপুরে খাবার গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ অনুষ্ঠান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular