বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)-এর কুষ্টিয়া ও মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত “শিক্ষার মানোন্নয়ন: প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা এবং কুষ্টিয়া ও মেহেরপুর জেলা কমিটির পরিচিতি সভা ২২-১২-২০২৫ খ্রিঃ, রোজ সোমবার, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এস এম এম নুরুজ্জামান সাহেব স্বাগত বক্তব্যে তিনি বলেন
আন্দোলনের এই ঐতিহাসিক সফলতায় অংশীদার ছয় লক্ষ শিক্ষকসহ আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত সকল রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, ডাকসু, রাকসু, জাকসু, ছাত্রসমাজ, অভিভাবকবৃন্দ এবং সাধারণ জনতা—যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন ও অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন—সবার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
যাঁরা সামনের সারিতে থেকে সাহসী যোদ্ধার ভূমিকা পালন করেছেন, যাঁরা মাঠে নেমে নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন—আপনাদের ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আবার যাঁরা ঘরে বসে আমাদের পোস্টগুলো লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিয়েছেন, নীরবে কিন্তু দৃঢ়ভাবে শক্তি জুগিয়েছেন—আপনারাও এই সফলতার অবিচ্ছেদ্য অংশ। জনাব এস এম এম নুরুজ্জামান সাহেব আরো বলেন
এমনকি যাঁরা শয্যাশায়ী অবস্থায় থেকেও আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেছেন, তাঁদের আন্তরিক প্রার্থনাও আমাদের প্রেরণা ও সাহস জুগিয়েছে।
সরাসরি কিংবা পরোক্ষভাবে যাঁরা যেভাবেই হোক এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে স্বাগত বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর কুষ্টিয়া ও মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত “শিক্ষার মানোন্নয়ন: প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা।
RELATED ARTICLES