নাগরপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

0
536

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতুর ওপর ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ ও মাসুম নামে দুইজন কলেজ ছাত্র মৃত্যু হয়। রবিবার (১৪জানুয়ারী)সকালে কেদারপুর শেখ হাসিনা সেতুর উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। নিহতরা সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজ এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোখাদ্যভর্তি ট্রাকটি ঢাকা থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। কেদারপুর শেখ হাসিনা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটর সাইকেল চালক ও ট্রাক চালক সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের দুজন আরোহী মৃত্যু হয়। নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here