১৯৭১ সালের এ দিনে হানাদার মুক্ত হয় দৌলতপুর। এদিন দৌলতপুরকে শত্রুমুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত ঘোষণা করেন। দৌলতপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের সম্মুখ যুদ্ধসহ ছোট-বড় ১৬টি যুদ্ধ সংঘটিত হয়। এ সকল যুদ্ধে নেতৃত্ব দান করেছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী মোল্লা রণকৌশল এবং গ্রিলা যুদ্ধের নেতৃত্ব প্রদান করে সফলতা অর্জন করেন। এসকল যুদ্ধে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক’শ নারী-পুরুষ শহীদ হন। এ যুদ্ধে প্রায় সাড়ে ৩’শ পাক সেনা নিহত হয়। শহীদ হন তিনজন বীর মুক্তিযোদ্ধা ও তিনজন ভারতীয় মিত্রবাহিনীর সদস্য। ৮ ডিসেম্বর সকালে আল্লারদর্গায় পাক সেনারা দৌলতপুর ত্যাগ করার সময় তাদের গুলিতে মুক্তিযোদ্ধা রফিক শহীদ হয়। এরপর দৌলতপুর হানাদার মুক্ত ঘোষণা করেন তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর নুরুন্নবী।
আজ দিনটি দৌলতপুর বাসীর কাছে একটি স্মরণীয় দিন।
RELATED ARTICLES