Homeঅর্থনীতিতানোরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

তানোরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোরে পবিত্র রমজান উপলক্ষে ভুর্তুকি মুল্যে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ বাজার ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুজ্জামান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য ভুর্তুকি মুল্যে ১ কোটি পরিবারের মাঝে সাশ্রয়ীমূলে খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহন করেন।

আজ রোববার প্রথম দফায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল ৪শ’ ৬০ টাকায় কার্ডধারীদের মধ্যে প্রদান করা হচ্ছে।

তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার মোট ১৮ হাজার ৭শ’ ৩১ জন টিসিবির কার্ডধারীরা এ সুবিধা পাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular