নাগরপুরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0
121

শহিদুল ইসলামঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সমবায় উচ্চ বিদ্যালয় গোপালপুর, এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ফেব্রয়ারী মঙ্গলবার সমবায় উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব মোঃশহিদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬(নাগরপুর -দেলদুয়ার) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু্‌।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা।

নাগরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃলিয়াকত সিকদার, ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী ,প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক অতিথি ও দর্শক সমাগম হয়। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকলকে মুগ্ধ করে তোলেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মশাল প্রজ্জ্বলন সুশৃঙ্খল প্যারেড, স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ মাঠ ডিসপ্লে এবং ছাত্রীদের ক্রীড়া ডিসপ্লে প্রদর্শনী।

মাঠ ডিসপ্লেতে দেশাত্মবোধক ও বিভিন্ন উদ্দীপনামূলক গানের সঙ্গে ফুটে উঠেছে নবজাগরণের চেতনা। ‘সুস্থ দেহে সুন্দর মন, খেলার মাধ্যমে মৈত্রীর বন্ধন’এই মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন ইভেন্টে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় ৩টি গ্রুপের ২২ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে ৭২টি পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।সব শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীদের পক্ষ হতে প্রতিষ্ঠানের এই আয়োজনে উপস্থিত অভিভাবক ও আগত সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here