৪০ দিন তাকবির-এ উলার সহিত নামাজ পড়লেই পুরস্কার

0
157

মোঃ আখতার হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ৪০ দিন যাবৎ তাকবির-এ উলার সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭-১৫ বছর বয়সী মুসল্লিগণের মাঝে পুরস্কৃত করার ঘোষণা করেছে একটি মসজিদ কর্তৃপক্ষ।

এরকম একটি মহতী উদ্যোগ নিয়ে প্রকল্প : ঈশাতুল ইসলাম এর আয়োজনে গতকাল এশার নামাজের মাধ্যমে সিরাজগঞ্জ সলঙ্গায় অলিদহ উত্তর পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে অত্র মহল্লার ২০ জন ৭-১৫ বছর বয়সী মুসল্লিগণের নামের তালিকা ও হাজিরা মাধ্যমে শুভ উদ্ভোধন করা হয়েছে।

এসময় তাকবির-এ উলা নামাজে উপস্থিত ছিলেন, খতিব মাওঃ মোঃ ওবায়দুল্লাহ, মসজিদ কমিটির সভাপতি মোঃ রবিউল করিম, সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ মোঃ আফছার উদ্দিন, মোঃ আবু মুসা সরকার, মোঃ ছানোয়ার হোসেন তালুকদার সহ অত্র পাড়ার মুরুব্বীগণ।

উদ্যোক্তা আছিয়া বছির মেডিকেল সেন্টার এর চিকিৎসক মোঃ আখতার হোসেন হিরন জানান, আমাদের মসজিদ কর্তৃপক্ষের সাথে মাসোয়ারা করে অত্র সমাজের ৭-১৫ বছর বয়সী ছেলেদেরকে মসজিদ মুখী করতে এমনটা ব্যতিক্রমী আয়োজন করেছি।

আগামী পবিত্র ঈদুল ফিতরের পরের দিন অত্র মসজিদের পক্ষ থেকে তাকবির-এ উলার সহিত নামাজ আদায়কারী মুসল্লিদের মাঝে পুরস্কার বিতরণ করা হইবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here