নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সরকারি নতুন পাঠ্যবই বিক্রি, নিয়োগ বাণিজ্য ও স্কুল ফান্ড লুটপাটের অভিযোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (১৮ মে) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণ।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন,
“২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ২৫-৩০% নতুন বই বিক্রি করে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী এখনো বই পায়নি। বই চাইলে বলা হয়, ‘তোমরা তো পড়াশোনা করো না, বই দিয়ে কী হবে। এটা সম্পূর্ণ অমানবিক এবং অপরাধ।
স্থানীয়রা জানান, সরকার বিনামূল্যে বই দিলেও প্রধান শিক্ষক তা বিতরণ না করে দীর্ঘদিন স্টোরে রেখে পরে তা বিক্রি করেন। এছাড়াও, সহকারী লাইব্রেরিয়ান, নৈশপ্রহরী ও আয়া নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিগত কমিটি বা বর্তমান কমিটির কাছে এসবের কোনো হিসাব দেননি তিনি।
এক শিক্ষার্থীর ভাষ্যে—
“আমাদের বই বিক্রি করে স্কুলের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন:
ছানোয়ার হোসেন – সাধারণ সম্পাদক, মোকনা ইউনিয়ন বিএনপি।
মাসুদুর রহমান – সহকারী শিক্ষক, বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আতিকুর রহমান – ইউপি সদস্য, ৯নং ওয়ার্ড, মোকনা ইউনিয়ন।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকমণ্ডলী।
প্রতিবেদন: কালের বার্তা২৪ নিউজ ডেস্ক
তারিখ: ১৮ মে ২০২৫
অঞ্চল: নাগরপুর, টাঙ্গাইল