google-site-verification=duiHPQWVCAgsTUHQMT0vJAC9Jkb6o_dREIdnQWuDHqQ
Homeজাতীয়নাগরপুরে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে

নাগরপুরে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মামুদনগর ইউনিয়নে পুরাতন কেদারপুর এলাকার প্রবাসী তিন ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন কেদারপুর গ্রামের গহের আলীর ছেলে হাবিজুল, শফিকুল ও সোহেল।

ভুক্তভোগী কেদারপুর গ্রামের তোতা মিয়ার ছেলে সাগর মিয়া অভিযোগ করে বলেন, ৬/৭ বছর যাবৎ এই জমি নিয়ে বিরোধ চলছে,আমি দখলে ছিলাম। আমার জমির কাগজ পত্র রয়েছে। সেখানে আমাদের একটি ঘর ছিল, তা ভেঙে দিয়েছে ওরা। এ বিষয়ে কোর্টে মামলা চলছে। মামলা চলমান অবস্থায় এখানে আমার ঘর ভেঙে দিয়ে তারা জোর করে দখল নিয়েছে। আমি বাধা দিতে গেলে আমাকে ও আমার মাকে মারধর করে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমাকে মেরে ফেলার জন্য তারা নাকি এক কোটি টাকা বাজেট করেছে। এমত অবস্থায় আমি আতঙ্কে আছি আমি আইনের আশ্রয় নিয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আইনে যে রায় হয়, সেটাই মেনে নেব।
সাগর মিয়ার মা বলেন, এই জমি আমাদের ক্রয়কৃত। এই ৪৭ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি নিয়ে ঝামেলা। ১২ শতাংশ জমি আমরা এতদিন ভোগদখল করছিলাম। কোর্টে মামলা চলমান রয়েছে। এই জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে। ওরা তিন ভাই বিদেশ থেকে আসার পর সেখান থেকে আমাদের ঘর ভেঙে দিয়ে দখল নিয়েছে। আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। আমরা আইনের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি। আইন আমাদের যা করে দেবে তাই মেনে নিব। বিবাদী সোহেল মিয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular