google-site-verification=duiHPQWVCAgsTUHQMT0vJAC9Jkb6o_dREIdnQWuDHqQ
Homeজাতীয়আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক ফোরাম। কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তৃতায় প্রতিবাদ ও দাবি,

মানববন্ধনটি সঞ্চালনা করেন আমার দেশ নাগরপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জসিউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন—

নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল

সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা

দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা

যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম

সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, “৭১ টেলিভিশনের মালিকের ইন্ধনে আমার দেশ সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং উক্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে হবে।”

তারা আরও বলেন, “সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমান বারবার নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, এমনকি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আজ আবারও একশ্রেণির কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান

মানববন্ধনে বক্তারা একবাক্যে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular